ছবি: রয়টার্স
তাদের বুকে পদক ঝোলানো, পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক। সব মিলিয়ে তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক, ধর্মের প্রহরী, জাতির অভিভাবক। বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা। পারমাণবিক অস্ত্রের ভান্ডারও রয়েছে, আর শাসন করছে এমন একটি রাষ্ট্র; যা একসময় নিপীড়িতদের নিরাপদ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।